শুধুমাত্র হেরে যাওয়া মানুষরাই শিল্প চর্চা করেন। এই মন্তব্য করে আজকেই বিতর্ক বাঁধিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মধ্যেই ফের একবার সিএএ আন্দোলনকারীদের নিয়ে বেলাগাম মন্তব্য করলেন তিনি। এখনও অবধি গুলি করে দেওয়ার বিতর্কের রেশ কাটেনি। এর মধ্যেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ।
সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান দিলীপ। নোটবন্দির প্রসঙ্গে তৃণমূলনেত্রীর বিরোধিতার প্রসঙ্গ টেনে বলেন, ‘নোটবাতিলের সময়ে মমতা অভিযোগ করেছিলেন লাইনে দাঁড়িয়ে লোক মরছে। শাহিনবাগে ৪-৫ ডিগ্রি টেম্পারেচার। দিনের পর দিন সেখানে বাচ্চা কোলে নিয়ে বসে আছে। কই সেখানে তো কেউ মরছে না। দু’টো একটা তো মরতে পারে।’ এখানেই থামেননি দিলীপ ঘোষ। প্রশ্ন তুলে বলেন, ‘ওরা কি অমৃত খাচ্ছে? কীসের ইনসেনটিভ পাচ্ছে? যে কেউ মরেও না?’
দিলীপের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের এক নেতা বলেন, ‘এটাই হল বিজেপি নেতাদের আসল চরিত্র। মানুষ যখন নিজেদের জীবন বাঁচাতে সিএএ-র বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমেছেন, দিলীপ ঘোষ তখন তাঁদের মৃত্যু কামনা করছেন। এর থেকে নিম্ন রুচির এবং লজ্জাজনক আর কিছু হতে পারে না।’
কলকাতাতেও একাধিক জায়গায় শাহিনবাগের মতো আন্দোলন চলছে। পার্ক সার্কাস থেকে খিদিরপুর, মোমিনপুর এমনকি কলকাতা কর্পোরেশনের সামনে সংখ্যালঘু মহিলারা সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-এনপিআরের বিরুদ্ধে আন্দোলন করছেন। এদিন সেই আন্দোলন সম্পর্কে দিলীপবাবু বলেন, ‘পার্ক সার্কাসে এখন রীতিমত নাটক চলছে। এই আন্দোলনকে পিছন থেকে হাওয়া দেওয়া হচ্ছে। এই আন্দোলন মোটেও স্বতঃস্ফূর্ত নয়। পিছনে রাজনৈতিক দলগুলো কলকাঠি নাড়ছে।’