সোমবারই ঘোষণা করা হয়েছিল, ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের জন্য টিভি প্রেজেন্টার গ্রিলস আবার শুটিং শুরু করতে চলেছেন। যে সিরিয়ালে এ বার অভিনয় করতে দেখা যাবে চ্যানিং টাটুম, ব্রাই লারসন, জোয়েল ম্যাকহেল, ক্যারা ডেলেভিঙ্গনে, রব রিগ্ল, আর্মি হ্যামার ও ডেভ বাতিস্তার মতো হলিউডের ডাকসাইটে অভিনেতা, অভিনেত্রীদের। বেয়ার গ্রিলসের নতুন ‘হিরো’ এ বার দক্ষিণী সুপারডুপার স্টার রজনীকান্ত। টিভি সিরিয়াল ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এর জন্য।
সূত্রের খবর, বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পে ও জাতীয় উদ্যানে হবে এই এপিসোডের শ্যুটিং। যার জন্য কর্ণাটকে উড়ে এসেছেন বেয়ার গ্রিলস। এদিন থেকেই শুরু হবে এই এপিসোডের শ্যুটিং চলবে আগামী তিনদিন। কর্ণাটকের বিভিন্ন জায়গায় চারটি আলাদা আলাদা জঙ্গলের দৃশ্য শ্যুটিং করবেন রজনীকান্ত ও বেয়ার। ইতিমধ্যেই বন্দিপুরের বন দফতরের অনুমতি পেয়ে গিয়েছে বেয়ার। এদিন রজনীকান্তের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বেয়ার বেড়িয়ে পড়বেন অভিযানে।
রজনীকান্ত গত চার দশক ধরেই ভারতীয় চলচ্চিত্রে একটি নাম। দেশের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতাদের মধ্যে দশকের পর দশক ধরে থেকেছে তাঁর নাম। তাঁর নতুন অ্যাকশন থ্রিলার ‘দরবার’ মুক্তির অপেক্ষায়। বেয়ার এর আগেও আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে জঙ্গলে অ্যাডভেঞ্চারের জন্য শ্যুটিং করেছিলেন। যা টেলিভিশনের পর্দায় দেখিছিলেন অনেকেই।