সিএএ ও এনআরসির প্রতিবাদে গতবছরের শেষ থেকেই রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক জনসভা, পদযাত্রা করে কেন্দ্রীয় সরকারের ওপর রীতিমত চাপ বাড়িয়েছিলেন তিনি। এরপর আজ মঙ্গলবার কলকাতার মেয়ো রোডে রাজ্যের শিল্পীদের সঙ্গী করে ছবি এঁকে প্রতিবাদে নামেন মুখ্যমন্ত্রী।
আর তাঁর এই অভিনব এই প্রতিবাদকে আক্রমণ শানিয়ে এদিন কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই মমতাকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘যারা বাস্তব জীবনে হেরে যান, তাঁরাই শিল্প চর্চা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জনপ্রিয়তায় হতাশ হয়ে পড়েছেন বলেই আজকাল ছবি আঁকছেন।’ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যই তীব্র বিতর্ক সৃষ্টি করেছে শিল্পী মহলে।
সিএএ আইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। তার ছায়া এসে পড়েছে বাংলাতেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে প্রতিদিনই চলছে প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদে অভিনবত্ব এনে মঙ্গলবার ছবি একে সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানান মমতা। সেই প্রেক্ষিতেই এদিন প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘উনি অনেকদিন পর ছবি আঁকার সুযোগ পেলেন। আসলে বাস্তব জীবনে যে সমস্ত মানুষ হেরে যায়, তাঁরাই শিল্প চর্চা করেন। তবে জনগণ এ সবে সাড়া দেবে না। মমতা নিজেও হতাশ তাই ছবি আঁকছেন।’ আর দিলীপের এই মন্তব্যের পরই ক্ষুব্ধ শিল্পী মহলের একাংশ। তাঁদের বক্তব্য, ‘শিল্প চর্চা এত সহজ নয়। আর প্রত্যেকটা মানুষই জীবনে একবার না একবার হারে। কিন্তু সবাই শিল্পী হতে পারে না।’