নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি নিয়ে জলঘোলা এখনও অব্যাহত। এর মধ্যেই ফিরে এল নির্ভয়ার স্মৃতি। এবার নাগপুরে তরুণীকে ধর্ষণের পরে যৌনাঙ্গে ঢোকানো হল লোহার রড। ঘটনার দায়ে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।
সন্ধেবেলা কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরেও মহিলা শ্রমিককে ডেকে পাঠিয়েছিল কারখানার মালিক। জোরজবরদস্তি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যুবতীর উপর নৃশংস নির্যাতন চালায় সে। যুবতীর মুখে কাপড় ঢুকিয়ে, দু’হাত পিছমোড়া করে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে শারীরিক নির্যাতন। রক্তাক্ত, অচৈতন্য তরুণীকে যখন উদ্ধার করা হয়, তার যোনি ছিন্নভিন্ন ছিল। ডাক্তাররা জানান, যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অমানবিক অত্যাচার চালানো হয়েছে মহিলার উপর।
ঘটনার বীভৎসতা নির্ভয়া গনধর্ষণকাণ্ডের স্মৃতি ফের উস্কে দিয়েছে। বছর উনিশের মেয়েটির অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ডাক্তাররা জানিয়েছেন, মেয়েটির সারা শরীরে দগদগে ক্ষতের দাগ। ধর্ষণের আগে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল। নির্যাতিতার শ্বাসের সমস্যাও দেখা দিয়েছে। তিনি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন। চূড়ান্ত মানসিক ট্রমার মধ্যে রয়েছেন তরুণী।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই প্রৌঢ়ের নাম যোগীলাল রাহাংডালে। একটি সুতোকলের সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি। একটি ভাড়াবাড়িতে নিজের ভাইয়ের সঙ্গে থাকতেন ওই তরুণী। ওই বাড়িতেই আরও এক মহিলা এবং যোগীলালও থাকতেন। অভিযোগ, গত ২১ জানুয়ারি তরুণীর ভাইয়ের সঙ্গে ওই মহিলা নিজেদের গ্রামে কিছু কাজের জন্য গিয়েছিলেন। তরুণী তখন বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে যোগীলাল তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন। তরুণী চিত্কার করার চেষ্টা করলে তাঁর মুখে কাপড় গুঁজে দেন।