চিনে নতুন নোভেল করোনা ভাইরাস প্রায় মহামারীর আকার নিয়েছে। মৃত্যুর সংখ্যা শতাধিক। আক্রান্ত প্রায় চার হাজার। এই পরিস্থিতিতে ভারতেও জারি হয়েছে কড়া সতর্কতা। চিন থেকে ফেরা ভারতীয়দের বিমানবন্দরে পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে। দেশের অন্তত ৭টি বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং পদ্ধতিতে পরীক্ষা করা হচ্ছে।
রাজস্থান, বিহারের পর এবার খাস রাজধানীতে করোনা ভাইরাস আতঙ্ক। করোনা আক্রান্ত সন্দেহে ৩ রোগী ভরতি হলেন রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সূত্রের খবর, তিনজনের শরীরে করোনা সংক্রমণের মতো উপসর্গ দেখা গিয়েছে। এঁরা সম্প্রতিই চিন থেকে ফিরেছেন। হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকে বিচ্ছিন্ন রেখে তিনজনের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।
রাজস্থানের জয়পুরেও এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলেই অনুমান করা হয়েছে। তিনিও দু’দিন আগে চিন থেকে ফিরেছেন। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম দেখা গিয়েছে তাঁর শরীরে। ওই ব্যক্তির রক্তের নমুনাও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা এখনও নিশ্চিত করে এ বিষয়ে কিছু বলতে পারেননি। চিন থেকে ফেরার পর থেকেই স্থানীয় হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। গবেষণার কাজ বিহারের ছাপড়ার বছর উনত্রিশের ওই তরুণী চিনেই ছিলেন। ২২ জানুয়ারি কলকাতায় ফেরেন তিনি। ঠিক তার পরেরদিন বিহারের ছাপড়ায় পৌঁছন ওই তরুণী। বাড়ি ফিরে আসার পর থেকেই সর্দি, কাশি, জ্বরের উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। সরন সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকেই পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই গবেষককে। তাঁর রক্তের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।