পরিকল্পনা করে অত্যন্ত নিখুঁত ভাবে নিজের দু’মাসের সন্তানকে খুন করলেন মা! বেলেঘাটায় ঘটেছে এই ঘটনা। শুধু মেয়েকে খুন করা নয় দিনভর পরিবারের কাছে এবং পুলিশের কাছে মেয়ে চুরি গেছে এমন নাটক করে গিয়েছেন! একটা নৃশংস কাজ করার পরও প্রথম প্রথম তাঁর চোখে-মুখে কোনও আক্ষেপ বা ভয়ের চিহ্ন খুঁজে পায়নি পুলিশ।
মুখে-গলায় সেলোটেপ পেঁচিয়ে নৃশংস ভাবে নিজের দু’মাসের শিশুকন্যাকে খুন করেছিলেন বেলেঘাটার ওই মহিলা! প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করতে গেলে শিশুর কান্নার আওয়াজ আশেপাশের বাসিন্দারা বা আয়ার কানে পৌঁছবে, তাই আগেই মুখে এবং গলায় সেলোটেপ পেঁচিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন তিনি সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সন্ধ্যা মালো নামে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছিলেন, তাঁর সন্তান সানায়ার আয়া টুম্পা দাস যে সময়ে ছাদে ছিলেন, তখন এক অজ্ঞাতপরিচয় যুবক কলিং বেল বাজায়। তিনি দরজা খুলতেই তাঁকে ধাক্কা মেরে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। সে সময় বাড়িতে আর কেউই ছিলেন না। তাঁর স্বামী সুদর্শন মালো কনস্ট্রাকশনের ব্যবসা সূত্রে বাড়ির বাইরে ছিলেন।
পরে রাতে একটি ম্যানহোল থেকে ওই শিশুকন্যার দেহ উদ্ধার হয়। তারপর মহিলাকে জিজ্ঞাসাবাদে আসল ঘটনা জানতে পারে পুলিশ। প্রথমে তার কথায় অনেক অসংগতি দেখা যাওয়ায় পুলিশ তাকে বারবার জেরা করে৷ এবং জেরার মুখেই তিনি নিজের সন্তানকে খুন করার কথা জানান। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ রবিবারের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা দেখে হতভম্ব পুলিশের দুঁদে অফিসাররাও।