দিনকয়েক আগেই সিএএ-র বিরুদ্ধে মুখ খুলে তিনি বলেছিলেন, এনআরসি, এনপিআর প্রয়োগ করা বা না করার ক্ষমতা রাজ্যের হাতেই আছে। রাজ্য যদি না চায় তাহলে কেন্দ্রের পক্ষে এটা সারা দেশে প্রয়োগ করা সম্ভবপর নয়। এবার এই ইস্যুতে সরাসরি মোদী সরকারকে একহাত নিলেন শীর্ষ কংগ্রেস নেতা তথা তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। সিএএ-র পর এনপিআর, এনআরসি প্রক্রিয়া সম্পন্ন হলে জিতবেন কিন্তু পাকিস্তানের রূপকার মহম্মদ আলি জিন্না। কারণ ধর্মের ভিত্তিতে দেশভাগের তত্ত্ব ছিল তাঁরই। জয়পুর সাহিত্য উত্সবে এসে এমন মন্তব্য করেন থারুর।
তিরুবনন্তপুরমের সাংসদ বলেন, ‘আমি কখনও বলিনি জিন্না জিতেছেন, কিন্তু তিনি জিতে চলেছেন। যদি নাগরিকত্ব সংশোধিত আইন এনপিআর–এনআরসিকে নেতৃত্ব দেয়, বুঝতে হবে একই পথে বিষয়টি এগোচ্ছে। যদি এটা ঘটে, তাহলে আপনারা বলতে পারেন জিন্নার জয় সম্পূর্ণ হয়েছে। কারণ জিন্না মনে করেছিলেন মুসলিমদের আলাদা রাষ্ট্র হওয়া উচিত।’ কেন্দ্রকে তুলোধনা করে তিনি এ-ও বলেন, ‘জিন্না পাকিস্তান তৈরি করেছিলেন। আর আমরা সংবিধান তৈরি করেছিলাম। যেখানে সবার সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, কেন্দ্রীয় সরকার জিন্নার ধাঁচে ভাবনাচিন্তা করছে। তারা মনে করে, পাকিস্তান মুসলিমদের দেশ। আর আমাদের দেশ হিন্দুদের।’