গতকাল ম্যাচ জিতে অস্ট্রেলীয় ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেডেরার। মার্তন ফুচোভিচকে ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ হারিয়ে সুইস মহাতারকা মেলবোর্ন পার্কে আরও একটা রেকর্ড গড়ে ফেলেছেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ১৫ বার অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড।
দু’দিন আগেই জন মিলম্যানের বিরুদ্ধে টাইব্রেকারে অবিশ্বাস্য জয় পাওয়ার পরে এ দিন প্রি-কোয়ার্টারেও প্রথম সেটই হাতছাড়া হয়ে গিয়েছিল ফেডেরারের। তবে ওই পর্যন্তই। এর পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন ফেডেরার। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের বলছিলেন, ‘শুরুটা কঠিন ছিল। হয়তো মিলম্যান-ম্যাচের প্রভাবই হবে। বেসলাইন থেকে ও যা খেলেছে আমার আত্মবিশ্বাস একটু নড়ে গিয়েছিল।’
শেষ আটে তাঁর লড়াই দু’বারের অস্ট্রেলীয় ওপেন কোয়ার্টার ফাইনালিস্ট টেনিস স্যান্ডগ্রিনের বিরুদ্ধে। হাসতে হাসতে সাক্ষাৎকার নিতে আসা জন ম্যাকনরো-কে রজার ফেডেরার বলছিলেন, ‘জীবনে অনেক টেনিস খেলেছি, কিন্তু ‘টেনিস’-এর বিরুদ্ধে কখনও খেলিনি।’ এরপর তিনি মজা করে বলেন, ‘টেনিস যার নাম, সে নিশ্চয়ই বেসবল খেলোয়াড় হবে না। ওর বিরুদ্ধে কোর্টে নামতে মুখিয়ে আছি।’