চোটের কারণে জন্য অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলসে খেলবেন না বলে জানিয়েছিলেন সানিয়া মির্জা। বৃহস্পতিবার ডাবলস ম্যাচেও যখন নেমেছিলেন পায়ে মোটা ব্যান্ডেজ ছিল তার। কিন্তু সেই চোটই কাল হল। সেই কারণে ডাবলস ম্যাচের মাঝপথেই সরে দাঁড়াতে হল তাঁকে।
গত সপ্তাহে ডাবলসে প্রাক্তন বিশ্বসেরা সানিয়া এবং কিচেনক হোবার্ট আন্তর্জাতিক ওপেন খেতাব জিতেছিলেন দ্বিতীয় বাছাই চিনা জুটিকে ফাইনালে হারিয়ে। তারপর অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন সানিয়া। গতকাল যে ৩৩ মিনিট ম্যাচ চলে, তাতে সানিয়াকে স্বচ্ছন্দ মনে হয়নি।
মেলবোর্ন পার্কে এ দিন ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে খেলতে নামার পরে প্রথম সেট ২-৬ হেরে গিয়েছিলেন সানিয়ারা। তাঁদের লড়াই ছিল চিনের শিনউইন হান ও লিন ঝু-র বিরুদ্ধে। দ্বিতীয় সেটে ইন্দো-ইউক্রেন জুটি ০-১ পিছিয়ে থাকার সময় সানিয়া ম্যাচ ছেড়ে দেন।
প্রসঙ্গত, মা হওয়ার জন্য দু’বছর টেনিস প্রতিযোগিতার বাইরে ছিলেন ডাবলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া। এবার কোর্টে ফিরেও চোটের কারণে পিছিয়ে আসতে হল তাকে। তবে ভারতীয় সমর্থকদের আশা, চোট কাটিয়ে দ্রুতই তিনি কোর্টে ফিরে আসবেন।