মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে আরও জোর দিতে চায় পুর প্রশাসন। বুধবার এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের শ্রম, সমাজকল্যাণ, স্বাস্থ্য এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের ‘মানবিক’ প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পে ৫০ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিদের প্রতি মাসে পেনশন দেওয়া হয়। প্রতিবন্ধীদের শারীরিক অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র বলেন, ‘‘সামাজিক সুরক্ষায় নানা প্রকল্প চালু করেছে রাজ্য। সেগুলির সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের কাজ।’’ একই সঙ্গে তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির বাসিন্দাদের শংসাপত্র দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে শিবির করার সিদ্ধান্ত হয়েছে সরকারের তরফে।
সূত্রের খবর, বর্তমানে কলকাতা পুর এলাকায় অংসগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার। তাঁরা সকলেই যাতে শ্রম দফতরের আওতায় থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ পান তার ব্যবস্থা হচ্ছে।