প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা অশালীন-বেফাঁস মন্তব্যের ফোয়ারা ছোটানো – সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বিরোধী দলের নেতানেত্রীই হোক বা বিরোধী মত পোষণকারী কোনও বিশিষ্টজন, তাঁদের বিঁধতে গিয়ে বরাবরই বেপরোয়া মনোভাব দেখিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। তবে সেই তালিকায় একটু ওপরের দিকেই নাম থাকে দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য নিয়ে বারবারই তৈরি হয়েছে বিতর্ক। সপ্তাহ খানেক আগেই যেমন নদীয়ায় একটি জনসভায় তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর কথা বলে
রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন দিলীপ। তারপর শত বিতর্কেও নিজের সেই মন্তব্যে অনড় রয়েছেন তিনি। এ নিয়েই এবার দিলীপকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। ‘দিলীপ ঘোষের মতো মানুষদের পাগলা গারদে থাকা উচিত। বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে।’ গতকাল পূর্ব বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ঠিক এই ভাষাতেই তোপ দাগেন তিনি।
বুধবার পূর্ব বর্ধমানের উচালনে শুরু হয়েছে ‘উচালন উৎসব’। সেই উৎসবেরই উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। আর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েই প্রকাশ্যে তোপ দেগে তিনি বলেন, ‘দিলীপ ঘোষের মতো মানুষদের পাগলা গারদে থাকা উচিত। বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে।’ উল্লেখ্য, দিন দুয়েক আগেই দিলীপ মন্তব্য করেছিলেন, ‘লোকসভা ভোটে মানুষ দিদিকে সমতলে নামিয়ে দিয়েছে। উনি আবার পাহাড়ে হাঁটাহাঁটি করে কী করবেন?’ তার পাল্টা দিয়ে জ্যোতিপ্রিয় বলেন, ‘পরিস্থিতি ভয়ঙ্কর। পাগলেরা রাস্তায় নেমে পড়েছে। একটা পাগলের কথার জবার সুস্থ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কীভাবে দেবেন? রাঁচির গারদ থেকে উনি বেরিয়ে এলেন কীভাবে? ভেবে দেখা দরকার। এটা রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলা। গোটা দলটাই পাগলে ভরে গিয়েছে। ওনাদের সুচিকিৎসার প্রয়োজন।’