যাদবপুর থানার বিক্রমগড় বাজারে বিজেপির সভায় শ্লীলতাহানির শিকার তরুণী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার অভিযোগ বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বিজেপির নেতা কর্মীরা। শুধু অশালীন আচরণ নয় তরুণীকে রাস্তায় ফেলে মারধরও করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ৷
এই খবর ছড়িয়ে পড়তেই রাতে বিক্ষোভ করতে শুরু করে যাদবপুরের পড়ুয়ারা। তাঁদের কথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হওয়ার কারণেই হেনস্তা করা হয়েছে ওই তরুণীকে। সিএএর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ায় বিজেপির চক্ষুশূল হয়েছে যাদবপুরের ছাত্র ছাত্রীরা। তাই যেভাবে যখন পারছে বিজেপির নেতা কর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেরকম ভাবেই তদন্ত এগোচ্ছে।
জানা গিয়েছে, মঙ্গলবার যাদবপুরের বিক্রমগড়ে একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভার পাশেই ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণী। অভিযোগ, ফেরার সময় সভাস্থলের কিছুটা দূরে ওই তরুণীর পথ আটকায় বিজেপির কয়েকজন নেতা ও কর্মী। সেখানে কটুক্তি ও মারধর করা হয় ওই তাকে।