কয়েক দিন আগেই দিল্লীর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদী বন্ধুকে বাঁচাতে, আঙুল তুলে এক দল পুলিশের উদ্যত লাঠি থামিয়ে দিয়েছিলেন তিনি। এবার কলকাতায় পা রেখেই রাজ্যের সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী আন্দোলনে নতুন ইন্ধন যোগ করলেন আয়েষা রেনা। পাশাপাশি বাংলায় এই আন্দোলনের সুর যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বেঁধে দিয়েছেন, শহরের এক সমাবেশে যোগ দিয়ে সেটাও বুঝিয়ে দিলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবাদী ছাত্রী।
বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশের সমাবেশ মঞ্চে উঠেই বাংলায় মমতার দেওয়া স্লোগান তুলে নিজের বক্তব্য শুরু করেন আয়েষা। আর তাঁর মুখে ‘আমরা কারা-নাগরিক’ স্লোগান শুনে হাততালিতে ফেটে পড়ল জনতাও। জামিয়ার এই প্রতিবাদী ছাত্রীর মতে, সিএএ, এনআরসি বা এনপিআর আসলে গণহত্যারই প্রজেক্ট। তিনি বলেন, ‘বিভিন্ন রাজ্য সরকার সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব নিয়েছে। বাকিরাও নিক।’ জেলবন্দী ভীমসেনার প্রধান চন্দ্রশেখর আজাদের মুক্তির দাবিও তুলেছেন এই ছাত্রী।
উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে স্টেটসম্যান হাউসের সামনে থেকে গান্ধীমূর্তি পর্যন্ত এক মিছিলের ডাকও দিয়েছিল বিভিন্ন গণসংগঠন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিপুল সংখ্যায় যোগ দিয়েছিলেন। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। মিছিল শেষে সভার আগে আয়েষা বলেন, ‘প্রতিবাদে থাকুন। প্রতিবাদ থেকে সরবেন না।’ সভায় হাজির ছিলেন হর্ষ মন্দার, শশীকান্ত সেন্থিলের মতো প্রাক্তন আইএএসরা। ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ও।