প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত অস্ট্রেলিয়ামুখে হাসি ফোটাতে ভারতের মাটিতে ভারতকেই হারিয়ে দেশে ফিরতে মরিয়া অ্যারন ফিঞ্চ। কিন্তু ভারতকে হারাতে হলে যশপ্রীত বুমরাকে সামলাতে হবে। বর্তমানে বিশ্বের প্রত্যেকটি দল ভয় পেতে শুরু করেছে ভারতীয় পেসারকে। কিন্তু ফিঞ্চ জানাচ্ছেন, অতিরিক্ত সতর্ক থেকে চাপ বাড়াতে চান না তারা।
আগামী ১৪ জানুয়ারি মুম্বাইয়েই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। তার চার দিন আগে ফিঞ্চ বলে দিলেন, ‘‘বুমরাকে যত খেলবে, ততই ওর বিস্ময় ফাঁস হবে। প্রত্যেকের ক্ষেত্রেই সেটা হয়ে এসেছে। তাই বুমরার বিরুদ্ধে অতিরিক্ত সতর্ক হওয়ার কোনও প্রয়োজন নেই।’’
অস্ট্রেলিয়া তাদের দুই বিশেষজ্ঞ স্পিনারকে নিয়ে ভারত সফরে এসেছে। লেগস্পিনার অ্যাডাম জাম্পা ও বাঁ-হাতি স্পিনার অ্যাশটন আগার। বিশ্রাম দেওয়া হয়েছে নেথান লায়নকে।
গতকাল মুম্বাইয়ে নেমেছেন ফিঞ্চ। তাঁকে অস্ট্রেলিয়ার পরিবেশ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমাদের দেশে যা ঘটেছে, তার সামনে ক্রিকেট একেবারে তুচ্ছ। কত বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে বহু প্রজাতি। এই পরিস্থিতিতে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফিরিয়ে দিতে চাই জয়ী হয়ে দেশে ফিরে”।
প্রসঙ্গত, ২০১৯-এ ভারত সফরে এসে ওয়ান ডে সিরিজ ৩-২ জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চ জানিয়েছেন, সেটাই তাদের অনুপ্রেরণা। অস্ট্রেলীয় অধিনায়কের কথায়, ‘‘বেশির ভাগ দলই ঘরের মাঠে খেলতে পছন্দ করে। আমরা কিন্তু বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে সিরিজ জিতে ফিরতে ভালবাসি”।