সৌদি আরবের জেড্ডায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে একেবারে কর্নার থেকে সরাসরি গোল করে গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিলেন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় টোনি খোস। গতকাল শেষ অবধি ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। আগামী রবিবার ফাইনালে তাঁদের সামনে মুখোমুখি হবে আতলেতিকো দে মাদ্রিদ ম্যাচের বিজয়ী দল।
এদিন খেলার ১৮ মিনিটেই অসাধারণ গোল করেন টোনি। শট নেওয়ার আগেই তিনি দেখে নিয়েছিলেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক জাওমে দমেনেকের খনিকের অন্যমনস্কতা। ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন তিনি। টোনির গোলের আগেই ইস্কো অবশ্য ১-০ করেন। ৬৫ মিনিটে ৩-০ করেন লুকা মদ্রিচ। যদিও সংযুক্ত সময়ে ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে একটি গোল শোধ করে। তাদের গোলদাতা ড্যানিয়েল পারেয়ো।
সৌদি ফুটবলপ্রেমীরা এই টুর্নামেন্টের ফাইনালে আর একটা ক্লাসিকো দেখার প্রত্যাশায় থাকলেও শেষ অবধি তা হলো না। কারণ অপর সেমিফাইনালে আতলেতিকো দে মাদ্রিদের কাছে হার মেনেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রিয়াল ম্যাচ নিয়ে অবশ্য বিরাট কিছু আগ্রহ দেখায়নি স্থানীয়রা। গ্যালারির অনেকটাই ফাঁকা পড়েছিল। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে রিয়াল দুই অর্ধেই এতটাই ভাল খেলল যে ম্যাচ হয়ে যায় একপেশে। এদিনের ম্যাচ জেতায় জিদানের দল এই নিয়ে টানা ৫টি ম্যাচে অপরাজিত থাকল।