রাজ্যের সিপিএম এবং কংগ্রেসের ‘নোংরা’ রাজনীতির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারির দিল্লী সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বাংলায় সিপিএম এবং কংগ্রেস যেভাবে গুন্ডামি করছে, নোংরামি করছে, তাতে আমি দিল্লীর মিটিং বয়কট করছি। দিল্লি যাচ্ছি না।
এদিন বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডেকেছিলেন অধ্যক্ষ। সেখানে গতকালের ধর্মঘটের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ধর্মঘট মানছি না। যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, তাদের বলছি, দিল্লীতে এক পলিসি, এখানে এক পলিসি মানব না।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘এনআরসি, এনপিআরের বিরুদ্ধে লড়ব। কিন্তু আপনাদের (কংগ্রেস ও সিপিএম ) সঙ্গে থাকব না। বাস জ্বালিয়ে দেওয়া মেনে নেব না। সিপিএম, কংগ্রেস গুন্ডাগিরি করছে। এখানে ওরা যা করছে, তারপর আমি সিপিএম, কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কিছু করব না।’ এরপরেই ১৩ জানুয়ারির সর্বদল বৈঠকের কথা তুলে এনে মমতা বলেন, ‘এখানে বাম-কংগ্রেস যা করছে, তাতে আমি মাফ চেয়ে নিচ্ছি। দিল্লী যাব না।’ এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘এখানে সিপিএম কংগ্রেস যেভাবে গুণ্ডামি করেছে তাতে আমি ওদের সঙ্গে নেই। একাই বিজেপির বিরুদ্ধে লড়ব। একাই নাগরিকত্ব আইন, এনআরসির বিরোধিতা করব।’
তবে, সিএএ বিরোধিতায় মিটিং, মিছিল, প্রতিবাদ সভা করবেন তৃণমূল নেত্রী। কিন্তু বাম-কংগ্রেসের সঙ্গে একসারিতে বিরোধিতায় যাবেন না। এর আগেও, বুধবার, দেশ জুড়ে বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটকে ইস্যু ভিত্তিক সমর্থন জানালেও, কর্মনাশা ধর্মঘট, সরকারি সম্পত্তি নষ্টের তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।