গত শুক্র ও শনিবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা, স্বাস্থ্য, আইন, প্রযুক্তি এবং প্রশাসন, এসব ক্ষেত্রে আগামী পাঁচ বছরে সরকার কী পদক্ষেপ নেবে, তা আমলাদের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু কোনও মন্ত্রকের সচিবই ভালো আইডিয়া দিতে পারেননি। তাতে ক্ষুব্ধ হয়েছেন মোদী। তিনি সচিবদের বলেছেন, আপনাদের মন্ত্রক আগামী দিন কী কাজ করতে পারে তা নিয়ে ভাবুন। নতুন নতুন আইডিয়া নিয়ে আসুন।
একটি সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদের বৈঠকে সবার শেষে বক্তব্য পেশ করেন মোদী। তাঁকে দেখে মনে হচ্ছিল, আগের বক্তাদের কথা শুনে বিশেষ সন্তুষ্ট হননি। তিনি বলেন, প্রত্যেক মন্ত্রকের সচিবদের দু’-তিনটি বড় আইডিয়া নিয়ে আসতে হবে। অফিসাররা এখন কেবল নিজেদের মন্ত্রকের ছোটখাটো ব্যাপার নিয়ে ব্যস্ত। তাঁরা কেউ নতুন কিছু ভাবতে পারছেন না।
২০১৬ সালে প্রথম বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে কয়েকটি গোষ্ঠী তৈরি হয়। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন মন্ত্রকের মধ্যে তথ্যের আদান প্রদান করা। সম্পদের উৎস, কৃষি, পরিবহণ, বিদেশনীতি, সামাজিক ক্ষেত্র, গ্রামোন্নয়ন, প্রযুক্তি, পরিকাঠামো ও অর্থনীতি, এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য তৈরি হয়েছিল বিভিন্ন গোষ্ঠী। প্রতিটি গোষ্ঠীর শীর্ষে ছিলেন একজন করে আইএএস অফিসার। কেবল প্রযুক্তি সংক্রান্ত গোষ্ঠীর সভাপতি হয়েছিলেন একজন বিজ্ঞানী।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মোদী গত ৩১ মে প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসেন। বিভিন্ন মন্ত্রককে তিনি পাঁচ বছরের ‘ভিশন প্ল্যান’ বানাতে বলেন। সেজন্য সময় দেন ছ’মাস।