নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল দিল্লীর আদালত। মঙ্গলবার দিল্লীর পাতিয়ালা হাউস কোর্টের তরফে ২২ জানুয়ারি ফাঁসির দিন ঘোষণা করা হয়েছে। ২২ জানুয়ারি সকাল ৭ টায় ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে মুকেশ, অক্ষয়, পবন, বিনয় এই চারজনকে।
২০১২-তে দিল্লীতে গণধর্ষণে মৃত্যু হয়েছিল এক তরুণীর। ফাঁকা বাসে নৃশংস গণধর্ষণের শিকার হন ওই তরুণী। দেশের মানুষ তাঁকে নাম দিয়েছিল নির্ভয়া। সারা দেশ ধর্ষকদের মৃত্যুর দাবিতে আওয়াজ তুলেছিল। বিচারের আশায় দিনের পর দিন ঘুরে বেড়াতে হয়েছে তাঁর মা আশা দেবীকে। দু’বছর আগেই অভিযুক্তদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। অবশেষে ফাঁসির দিন নির্ধারিত হল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এক অপরাধীর মৃত্যুদণ্ডের রিভিউয়ের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।