প্রজাতন্ত্র দিবসে ফের কেন্দ্রের বঞ্চনার শিকার হয়েছে বাংলা। দিল্লীর পদযাত্রায় সুযোগ মেলেনি বাংলার ট্যাবলোর। তাই প্রজাতন্ত্র দিবসে রেড রোডে রাজ্য সরকারের কুচকাওয়াজ অনুষ্ঠানে ওই বাতিল হয়ে যাওয়া ট্যাবলো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রেড রোডে কুচ কাওয়ায়াজে ‘জল বাঁচাও, জীবন বাঁচাও, সবুজ বাঁচাও’ এই থিমের ওপর তৈরি ট্যাবলোটি নামানো হবে হবে বলে তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর মিলেছে।
তথ্য সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার বিভিন্ন ট্যাবলো প্রদর্শন এবং পুলিশের কুচকাওয়াজ ছাড়াও শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেবে। এ ছাড়া থাকছে লোকশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনায় সবুজ শ্রী, জল বাঁচাও জীবন বাঁচাও এর মত তিন প্রকল্পকে তুলে ধরা ওই ট্যাবলো নিজস্বতা ও অভিনবত্ব নেই এই যুক্তিতে বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রকের কমিটি। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক রাজ্যের ট্যাবলো বাতিল করার প্রতিবাদে মুখ্য সচিব রাজীব সিনহা প্রতিরক্ষা মন্ত্রকে চিঠি লেখেন। চিঠিতে অভিযোগ আনা হয়েছে, ট্যাবলো নির্বাচন নিয়ে দুটি বৈঠকে রাজ্যকে ডাকা হলেও, তার পর আর কোনও বৈঠকে ডাকা হয়নি। সরকারি ভাবে ট্যাবলো কেন বাদ পড়ল, সেই বিষয়েও রাজ্যকে প্রতিরক্ষা মন্ত্রক কিছুই জানায়নি। যদিও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বাংলা নয়, কেরালা, রাজস্থান সহ অনেক রাজ্যেরই ট্যাবলো বাদ দেওয়া হয়েছে।
এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের কোন ট্যাবলো থাকছে না। জানা গিয়েছে, এ বছর মোট ২২টি ট্যাবলো দিল্লীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বলে কমিটির বৈঠকে স্থির হয়েছে। এর মধ্যে ১৬টি বিভিন্ন রাজ্যের। বাকি ছ’টি বিভিন্ন মন্ত্রক ও দফতরের। অংশগ্রহণের জন্য আগ্রহ দেখিয়ে ৩২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল এবং ২৪টি মন্ত্রক ও দফতর কেন্দ্রের কাছে আবেদন করেছিল। তার মধ্যে থেকে কেন্দ্র-রাজ্য এবং মন্ত্রক-দফতর মিলিয়ে মোট ২২টি ট্যাবলোকে বেছে নেওয়া হয়েছে। এর পিছনে কোন রাজনীতি নেই বলেও দাবি করা হয়েছে সংশ্লিষ্ট কমিটির তরফে।