সিএএর প্রতিবাদে এবং জেএনইউ কান্ডের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট মানুষেরা। কাল মুম্বাইয়ের পথে নেমেছিলেন অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে দিয়া মির্জা, স্বরা ভাস্কর-সহ অনেকেই। মুম্বাইতে তারকাদের শান্তিপূর্ণ অবস্থানে যোগদান দিয়েছিলেন পরিচালক অনুভব সিনহা। তিনি বলেন, মূলত শাহরুখ ও আমির আজ থেকে ঠিক পাঁচবছর আগে ভারতের সংস্কৃতিতে অসহিষ্ণুতার কথা বলেছিলেন। কিন্তু তখন কেউ তাদের পাশে দাঁড়াননি। আজ বর্তমানে দেশে সেই ঘটনা গুলিই ঘটছে।
আমির খান, অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান মোদী সরকারের একাধিক ব্যর্থতা নিয়ে মুখ খোলেননি। কিন্তু এবার তাদেরই সমর্থন জানালেন পরিচালক অনুভব সিনহা। তিনি জানিয়েছেন, “২০১৫ সালে শাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দেশে এখন অসহিষ্ণুতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা কেউ দেখতেই পাচ্ছি না। আর এই সংস্কৃতিকে বাহবা দেওয়া হচ্ছে। খুবই খারাপ লাগে এইসব দেখে, বর্তমান ভারতের এটাই সবচেয়ে বড় সমস্যা। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নয়, একজন দেশপ্রেমী হয়ে এই নক্ক্যারজনক কাজ গুলো করা হচ্ছে এটাই কষ্ট দিচ্ছে আমায়।”
শুধু শাহরুখ খান নন, আমিরও একই সুরে সুর মিলিয়ে জানিয়েছিলেন, “যখন বাড়িতে আমি কিরণের সঙ্গে কথা বলি, ও তখন বলে আমাদের কী ভারত ছাড়া উচিত? কিরণ এত বড় কথা আমাকে বারবার বলে। খুবই ভয় পাচ্ছে ও যে এই দেশে আমাদের সন্তানেরা নিরাপদ তো? যা ঘটছে দেশে খুবই ভয় লাগছে আমাদের”। এই প্রসঙ্গে অনুভব কেন্দ্রীয় সরকারের নানা নীতিকে দুষেছেন। এবং বলেছেন, মোদী সরকার চাইছেন দেশের শান্তি উড়ে যাক। মানুষে মানুষে বিভেদ তৈরি হোক, কিন্তু কি লাভ এই সবের!