বিহারে বিধানসভা ভোটের আগেই সেখানকার শাসকদল জেডিইউ ও বিজেপির মধ্যে এনআরসি, এনপিআর ও সিএএ নিয়ে ক্রমশ ব্যবধান বাড়ছে৷ গতকাল রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী আচমকাই জানিয়েছেন যে, আগামী মে মাসে বিহারে এনপিআর-এর কাজ শুরু হবে৷ আর এখানেই শুরু হয় যাবতীয় সমস্যা৷
কারণ এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন বিহারে তিনি এনআরসি করতে দেবেন না৷ আর যেহেতু এনপিআর এনআরসির প্রথম পদক্ষেপ তাই এনারপিও হবে না বিহারে৷ তবে তাঁর এই ঘোষণার পরেও বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর এমন মন্তব্যে বেশ চটে গিয়েছেন শরিক জেডিইউ৷ এতটাই যে রবিবার সর্বভারতীয় জেডিইউ-র সাধারণ সম্পাদক পবন কুমার বর্মা রীতিমোত টুইট করে সুশীল মোদীর বিরোধিতা করছেন৷ তাঁর সোজা কথা, এনপিআর এনআরসির প্রথম ধাপ তাই কোনোভাবেই বিহারে এনপিআর হবে না৷ তাছাড়া সিএএ হবে না বিহারে৷ এসব হলে বিহারের অসাম্প্রদায়িক চিত্রটা নষ্ট হয়ে যাবে৷
এদিকে, পবন যখন এনপিআর নিয়ে কেন্দ্রের বিরোধিতা করছেন, তখন তাঁর দলেরই মুখপাত্র রবি রঞ্জন সাফ জানান বিহারে এনপিআর হলে কোনও অসুবিধে হবে না৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কথা দিয়েছেন এনপিআর এর সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই৷ তাই দেশের অন্যান্য অংশের মতো বিহারে এনপিআর হতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়৷ অন্যদিকে জেডিইউ নেতা তথা রাজ্য মন্ত্রী শ্যাম রজক সাফ জানিয়েছেন, এনপিআর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ তাই সুশীল মোদীর কথা ওনার ব্যক্তিগত মত। সরকারিভাবে এনপিআর নিয়ে এখনও কিছু ঘোষণা হয়নি৷