মোদীর সিএএর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত। গোটা বাংলায় সিএএ নিয়ে তৃণমূলের প্রতিবাদ চলছেই৷ এবার এই ব্যাপারে অন্য রকম নিদান দিলে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “সিএএর সমীক্ষায় বাড়িতে লোক এলে কাক তাড়ানোর মতো তাড়ান”। নলহাটিতে সিএএ-এর প্রতিবাদে সভা করে তৃণমূল কংগ্রেস। এই সভায় বীরভূম তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক মনিরউদ্দিন শামস ও স্থানীয় নেতৃত্ব।
অনুব্রত মন্ডল সভা থেকে বলেন, ‘কাক কী ভাবে তাড়ান, ঢিল মেরে তো? ঘরে ঢিল রাখবেন ঢিলিয়ে দেবেন। অসুবিধে নাই। দল আছে, আমরা আছি। যে সরকারি কর্মচারী ইনকোয়ারিতে আসবেন, তাকে ঢিল মেরে তাড়াবেন”। নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছে, তাদের তুমি হাটিয়ে দেবে। তারা কি মানুষ নয়? তোমার মুখটা সুন্দর, তোমার শরীরটা তেতো। তাই তুমি মানুষকে দেখতে পার না। তুমি আয়নাতে নিজের মুখকে ভাল করে দেখ। পরের মুখকে তুমি ভালবাসো না নরেন্দ্র মোদী”।