দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদীর নাগরিকত্ব আইনকে অপ্রয়োজনীয় আইন হিসেবে অভিহিত করলেন। অরবিন্দ কেজরিওয়াল মনে করেন, সিএএ’র প্রভাব শুধুমাত্র মুসলিমদের উপর নয়, হিন্দুদের উপরেও এর প্রভাব পড়বে।
নয়াদিল্লীর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, “আমি কেন্দ্রীয় সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ করছি, বিতর্কিত সিএএ আইনটি প্রত্যাহার করে নিন। পাকিস্তানের ২ কোটি হিন্দুকে আমরা কোথায় আশ্রয় দেব আপনারা বলুন!”
নয়া নাগরিকত্ব আইন অনুযায়ী, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যদি তাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এসে থাকেন। তাঁদের আর বেশিদিন অবৈধ অভিবাসী মনে করা হবে না।
আমআদমি পার্টির সুপ্রিমো বলেন, আমি এই আইনি বুঝি না। এই অপ্রয়োজনীয় আইনের থেকে অনেক বেশি জরুরি আমাদের ছেলেমেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করা। বেকারত্ব দূর করা।