রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে বছরের শুরুতেই বড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের (ডব্লুবিএইচএস) অধীনে থাকা রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্যে এই খবর যথেষ্ট আশ্বস্ত হওয়ার মতো। জটিল ‘রিএমবার্সমেন্ট ক্লেম ফর্ম’-এর বদল আনল রাজ্য সরকার। দীর্ঘ এক দশক পর এই সিস্টেমে বদল আনা হয়েছে। গত কয়েকদিন আগে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্নের তরফে। যেখানে এই বদলের কথা জানা গিয়েছিল।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ডব্লুবিএইচএস পোর্টালের আধুনিকীকরণ এবং গোটা ব্যবস্থাটি অনলাইন হয়ে যাওয়ায় চিকিৎসা খাতে খরচ হওয়া টাকা সরকারের কাছে দাবি করার আবেদনের মাধ্যম পরিবর্তন হচ্ছে। গত ২০১১ সালের পুরনো ‘রিএমবার্সমেন্ট ফর্ম’-এর বদলে নয়া ফর্ম আসছে। অফলাইনের পাশাপাশি অনলাইন ফর্মও বদল করা হচ্ছে বলেও সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই মুহূর্তে ডব্লুবিএইচএস-এর উপভোক্তা সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। হাসপাতালের বিল তার উপরে হলে তা মেটাতে হয় সংশ্লিষ্ট কর্মী কিংবা অবসরপ্রাপ্তদের। তিনমাসের মধ্যে অতিরিক্ত এই টাকা পেতে সরকারের কাছে সুনির্দিষ্ট ফর্মে আবেদন জানাতে হয়। আগে যা ছিল অত্যন্ত জটিল।
এছাড়াও ফর্মের একাধিক জায়গায় পরিষেবা প্রদানকারী হাসপাতাল এবং চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক ছিল। যার ফলে অনেক ক্ষেত্রেই সমস্যার মধ্যে পড়তে হত সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের। অবশেষে তৃণমূল সরকার কর্মীদের সেই দাবি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। আর যা এই বছর থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।