আজ বছর শেষের রাত। বিকেলের পর থেকেই শহর সেজে উঠবে বর্ষবরণ করতে। রাস্তায় নামবে মানুষের ঢল। বর্ষবরণের উৎসবে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্ক নজর রাখছে প্রশাসন। বিশেষ দল গঠিত হয়েছে। তারা নজরদারি চালাবে।
বর্ষবরণের রাতে ৯টি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে। ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে। বিকেল ৪টে থেকেই যাবতীয় ব্যবস্থা চালু হয়ে যাবে। চলবে নববর্ষের রাত শেষ না হওয়া পর্যন্ত। ব্লক রেড চলবে আজ রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত। ২০টি বাইকে পেট্রোলিং বাহিনী থাকবে। উইনার্স এবং ওয়ারিয়র্স থাকবে। পার্ক স্ট্রিটের জন্য আলাদা ‘ক্র্যাক টিম’ থাকছে। ৩০ জন কমান্ডো নিয়ে এই বাহিনী তৈরি হয়েছে। শপিংমল, বাজার, রেল স্টেশনে চেকিং শুরু হয়েছে।
বর্ষবরণ ও ইংরেজি নতুন বছরের প্রথম দিন ১৩০টি পুলিশ পিকেট বসেছে। কলকাতায় ঢোকা ও বেরনোর ২৩টি পয়েন্টে নাকা চেকিং শুরু হয়ে গেছে। কলকাতা পুলিশের ৯টি ডিভিশনে ২৩টি থানা এলাকায় বিশেষ ব্যবস্থা থাকছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি দল গঙ্গার ৩টি ঘাটে থাকবে। একটি দল থাকবে পার্কস্ট্রিটে। ৭টি অ্যাম্বুল্যান্স এবং দুটি ট্রমা কেয়ার থাকবে। ৫ হাজার পুলিশ কর্মী থাকবেন। দুটি রেকার এবং ১১টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। ৫টি কুইক রিঅ্যাকশন টিম থাকবে। এছাড়াও নিয়ম মেনে বর্ষবরণের রাত ও নববর্ষের দিন হোটেল ও বার কর্তৃপক্ষকে কাজ করতে হবে। সোমবার সমস্ত বার ও হোটেলের সঙ্গে বিভাগীয় ডিসিদের বৈঠকেই এ কথা বলে দেওয়া হয়েছে।