শহর জুড়ে যেন উৎসবের মরশুম! উৎসবই তো। আজ বছরের শেষ দিন। শীতের আমেজ গায়ে মেখে বছরের শেষ দিন উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকেই রাস্তায় রাস্তায় মানুষের ঢল। ভিড় উপচে পড়ল ভিক্টোরিয়া, নিকো পার্ক, চিড়িয়াখানা-ইকো পার্কেও।
বছরের শেষ দিন স্কুল-কলেজে ছুটি। তাই বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সঙ্গে সকাল থেকেই সেজেগুজে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। যার প্রমাণই হল ভিক্টোরিয়া কিংবা নিকো পার্কের ভিড়। শহরের শপিং মলগুলিতেও ভিড় জমিয়েছেন অনেকে। উদ্দেশ্য একটাই। নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানানো। সন্ধে নামলেই আবার পার্ক স্ট্রিট চত্বরে জনতার ঢল নামবে। প্রতিবারের মতো এবারও শহরবাসীর নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ। নারী সুরক্ষা জোরদার করতে নামছে বিশেষ ‘ক্র্যাক টিম’। রেস্তরাঁগুলিও পাল্লা দিচ্ছে একে অপরের সঙ্গে। চায়না টাউন থেকে যাদবপুর- সর্বত্রই ছবিটা একইরকম। রাত যত বাড়বে, ততই লম্বা হবে রেস্তরাঁর সামনের লাইন।
তবে শহরবাসীর স্বস্তি একটাই। বছরের শেষ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের মতো এদিনও কুয়াশায় ঢেকেছিল সকাল। তবে বেলা বাড়লেও আকাশ মেঘলাই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বছরের প্রথম দিন থেকেই অবশ্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলাই থাকবে।