নয়া নাগরিক আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতায় বৃহস্পতিবার ফের কলকাতা শহরে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের আগে ও পরে সমাবেশ থেকে সিএএ- এনআরসি নিয়ে বিঁধলেন বিজেপি-কে। পাশাপাশি ক্রমাগত হুমকি, বাধার পরও নাগরিক আইন বিরোধী আন্দোলনের জন্য দেশের ছাত্র-যুব সমাজকে কুর্নিশ জানান তৃণমূল নেত্রী। পড়ুয়াদের নিশানা করলে ‘দেশের মানুষ ভালো ভাবে নেবে না’ হুঁশিয়ারিও দেন গেরুয়া শিবিরকে।
‘পড়ুয়াদের বলব, কাউকে ভয় পাবেন না। সিএএ- এনআরসি-র বিরুদ্ধে লড়াই করা জামিয়া মিলিয়া, আইআইটি-কানপুর এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমরা। আর বিজেপি-কে সাবধান করব, আগুন নিয়ে খেলবেন না।’ রাজাবাজার থেকে মল্লিকবাজার মিছিলের আগে সমাবেশে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সিএএ- এনআরসি বিরোধী বিক্ষোভে সামিল পড়ুয়াদের ক্রমাগত ‘হুমকি’ দিচ্ছে বিজেপি।
অন্যদিকে, কর্নাটকে সিএএ-বিরোধী বিক্ষোভে নিহতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আগে নিহত ২ জনের পরিবারের জন্য ১০ লাখ ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রাজ্য সরকার। বিএসওয়াই-এর মন্তব্যে ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘কর্নাটকে বিজেপি-র এক নেতা এই ধরনের মন্তব্য করছেন।’ মেঙ্গালুরুতে সিএএ-বিক্ষোভে নিহতদের ‘পরিবার প্রতি ৫ লাখ টাকা দেওয়া হবে’ বলেও ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।’ এরপরই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মনে রাখবেন আপনি একা হিন্দু নন এদেশে।’
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতার পর এবার জেলায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৩০ ডিসেম্বর পুরুলিয়ায় সভা করবেন তিনি। ৩ জানুয়ারি তাঁর মিছিল শিলিগুড়িতে। এর মধ্যেই ২৯ ডিসেম্বর হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়খণ্ড যাবেন মুখ্যমন্ত্রী।