সারা দেশে চলছে উৎসবের মরশুম। তার মধ্যেই দেশ জুড়ে চলছে সিএএ বিরোধী বিক্ষোভ। আর এই আইনের বিরোধিতায় বিজেপিকে ছাড় দিতে রাজি নয় বিরোধী দল কংগ্রেস। ক্রিসমাসের আবহে ‘হ্যাপি ক্রিসমাস’ হ্যাশট্যাগে কংগ্রেসের টুইটে গেরুয়া দলকে নিশানা, ‘জুমলা বেল, জুমলা বেল, জুমলাজ অল দ্য… মজাদার বিষয়, এর চেয়ে সৎ সরকার আর কি হতে পারে?’
বড়দিনের আবহে কংগ্রেস হাতছাড়া করেনি। কার্টুন ছবি দিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের কুশীলবদের কটাক্ষ করতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির কর্টুন ছবি টুইট করতে দেখা যায় কগ্রেসকে।
গোটা দেশে এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বাস্তবায়ন নিয়ে লাগাতার বিক্ষোভ চলছে। তবে এর মধ্যেই উল্টো সুর গেয়ে গত রবিবার রামলীলা ময়দানে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে, দেশের সব জায়গায় এনআরসি চালু করা নিয়ে মন্ত্রিসভায় নাকি কোনও আলোচনা হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এখনই গোটা দেশে এনআরসির প্রয়োগ নিয়ে আশঙ্কা করার কোনও দরকার নেই, কারণ এ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।