নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নেমেছেন মানুষ। গোটা দেশ বিক্ষোভের আগুনে জ্বলছে৷ তার মধ্যেই হাওড়ায় নাগরিকত্ব আইনের বিরোধিতা ও সম্প্রীতির লক্ষ্যে হাত ধরাধরি করে মিছিলে হাঁটলেন পুরোহিত ও ইমামরা। প্রায় দশ দিন আগেই গ্রামীণ হাওড়ার একাংশে সংশোধিত নাগরিকত্ব বিল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। বাগনান এলাকায় এবার এই সম্প্রীতির বর্ণময় ছবি উঠে এল।
এই মিছিল থেকে ঘন ঘন আওয়াজ উঠছিল, ‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।’ একেবারে সামনে জাতীয় পতাকা হাতে ছিল পুরোহিত-ইমামের দল। এই মিছিলের আয়োজন করেছিল বাগনান কেন্দ্র পুরোহিত সমাজ, ইমাম ও মোয়াজ্জেম কমিটি। ওটি রোড, বাগনান স্টেশন রোড ঘুরে মিছিল শেষ হয় বাগনান কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে।
বাগনান কেন্দ্রের ইমাম সংগঠনের নেতা হাফেজ ওলিউর রহমান বলেন, “ধর্মের নামে বিজেপি মানুষকে ভাগ করতে চাইছে। আমরা তা মানছি না, মানব না”। একই কথা বলেন পুরোহিত ভোলা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ চক্রবর্তীও।
বাগনান থানার খালোড়ের প্রাচীন কালীবাড়ির অন্যতম পদাধিকারী শচীন ভট্টাচার্য ছিলেন মিছিলে। তিনি বলেন, “কোনও অবস্থাতেই আমাদের এই মহামিলন, মহাবন্ধনের পরিবেশ কোনও অশুভ শক্তি নষ্ট করতে পারবে না। ঐক্যবদ্ধ ভাবেই এই প্রচেষ্টা প্রতিহত করব”।
সিএএর বিরোধিতায় পদযাত্রা হয় হাওড়া শহরেও। তৃণমূলের এই পদযাত্রায় পা মেলান রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।