আচার্যকে ছাড়াই এবারের সমাবর্তন অনুষ্ঠান আয়োজন হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর সেই অনুষ্ঠান মঞ্চেই এক প্রতিবাদী ঘটনার সাক্ষী থাকল আজকের বিশ্ববিদ্যালয় চত্ত্বর। এদিন মঞ্চে উঠে স্বর্ণপদক ও শংসাপত্র নিলেন এক ছাত্রী। তার পরেই সেগুলি হাত থেকে রেখে, দর্শকদের দিকে ঘুরে ছিঁড়ে ফেললেন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি। তারপর পদক ও শংসাপত্র নিয়ে চলে গেলেন মঞ্চ ছেড়ে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম স্থান অধিকারী ছাত্রী দেবস্মিতা চৌধুরীর এই কাণ্ডের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেবস্মিতা সমাবর্তন অনুষ্ঠানের আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, নাগরিকত্ব আইন তিনি মেনে নিচ্ছেন না। জনবিরোধী ও সাম্প্রদায়িক এই আইনের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করতে চান তিনি। প্রতিবাদ করতে চান এই আইনের। শুধু কালো ব্যাচ পরে নয়, সেই সঙ্গে আইনের কাগজটিও ছিঁড়ে ফেলবেন তিনি।
সেই মতোই সিএএ-র প্রতিলিপি হাতে নিয়ে মঞ্চে ওঠেন দেবস্মিতা। গ্রহণ করেন পদক ও শংসাপত্র। তার পরে একটু সময় চেয়ে নিয়ে দর্শকদের দিকে ঘোরেন তিনি। ছিঁড়ে ফেলেন ওই কাগজ। মুঠো উঁচিয়ে চিৎকার করে বলেন, ‘হাম কাগজ নেহি দিখায়েঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ!’ এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে যাদবপুরের সেই ছাত্রী।