আগামীকাল বড়দিন, তারপর নতুন বছরকে স্বাগত জানানোর পালা। স্বভাবতই উৎসবের আমেজে রয়েছে শহরবাসী। তাই এই উৎসবের আবহে আমজনতার নিরাপত্তার জন্য তৎপর কলকাতা পুলিশ। বাহিনীতে এবার সংযোজিত হয়েছে কমব্যাট প্রশিক্ষিত মহিলাদের বিশেষ টিম ‘ওয়ারিয়র্স’। দেশে প্রথম বার কলকাতায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে নারী সুরক্ষাকে জোরদার করতে পথে নেমেছে ‘ওয়ারিয়র্স’। যদিও পুলিশের বাহিনীতে আগেই সংযোজিত হয়েছিল বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা টহলদারি টিম ‘উইনার্স’।
ওয়ারিয়র্স-এর জন্য মোট ২০০ জন মহিলা কনস্টেবলের মধ্যে থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে এই বাহিনীর জন্য। এই বাহিনীর জন্য রয়েছে বিশেষ ইউনিফর্মও। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালনার পাশাপাশি আরও নানা ধরনের উন্নত ট্রেনিং দেওয়া হয়েছে এই কমব্যাট ফোর্সকে। দু’মাস ধরে চলেছে কঠিন প্রশিক্ষিণ। শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা ‘কুইক রেসপন্স টিম’-এর সঙ্গে সামিল হবে টিম ‘ওয়ারিয়র্স’। আজ থেকেই যাত্রা শুরু হচ্ছে এই বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা কমব্যাট ফোর্সের।
ইতিমধ্যেই শহর জুড়ে উৎসবের আবহ। রাত বাড়তেই মানুষের ঢল নামবে শহরের রাস্তায়। রাতের শহরে নিরাপত্তা আরও জোরদার করতে ৬৭টি নতুন গাড়িতে বিশেষ বাহিনীর ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সুরক্ষা বলয় আরও জোরদার করতে প্রতিটি গাড়ি এবং স্কুটিতে থাকবে অত্যাধুনিক সরঞ্জাম এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা।