মঙ্গলবারও সিএএ-এনআরসি-র প্রতিবাদে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সিমলায় বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয়ে বিধান সরণি হয়ে বেলেঘাটার গান্ধী ভবনে যাবে মিছিল। মমতা এদিন মিছিলের শুরুতেই বিজেপিকে আক্রমণ করে বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। মমতার কথায়, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন সারা দেশে এনআরসি হবে, তখন প্রধানমন্ত্রী বলছেন যে তাঁরা নাকি এরকম কথা বলেনইনি। বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না।’
https://www.facebook.com/ekhonkhobor18/videos/2413047799024688/
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় আসলে সিএএ–র বিরুদ্ধে মানুষের ক্ষোভের জয় বলে উল্লেখ করে মমতা বলেন, ‘এই আন্দোলন দেশের অধিকার রক্ষার আন্দোলন।’ লক্ষৌ বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলকে আটকে রাখার প্রসঙ্গ তুলে নাম না করে জে পি নাড্ডাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘বাংলায় গণতান্ত্রিক আবহাওয়া আছে বলেই সোমবার এত বড় মিছিল করতে পেরেছিলেন বিজেপির মন্ত্রী।’ রাজ্যপালকেও নাম না করে কটাক্ষ করেন মমতা। মতুয়াদের সামনে রেখে বিজেপির মিছিলকে সমালোচনা করে মমতা বলেন, ‘মতুয়ারা এদেশেরই নাগরিক। আমাদের সরকারের আমলেই মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে অপপ্রচার চালাচ্ছে বিজেপি।’
বাংলাতেই গণতন্ত্র রয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কী হচ্ছে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তরপ্রদেশে কত মানুষ মরেছে। লখনউতে আমাদের প্রতিনিধিদের নামতে দেয়নি। কিন্তু এখানে মিছিল করে, জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। আমরা আটকায়নি। তাহলে কোথায় গণতন্ত্র আছে, সেটা সবাই দেখছে।’