সিএএ সমর্থনে এক জনসভায় এবার মুসলিমদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরি। তিনি বলেন, ‘মুসলিমরা যখন বাইরে বের হন তখন তাদের হিন্দু হিসেবে দেখা হয়। তাদের হিন্দুস্তানি ভাবা হয়।’ কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য ঘিরে এখন সিএএ নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একইসঙ্গে এই মঞ্চ থেকে গাডকরি দাবি করেন, মুসলিমদের উন্নতি একমাত্র বিজেপিই করতে পারে, কংগ্রেস তো ৭০ বছর ধরে কিছুই করেনি।
সভায় গাডকরি আরও বলেন, হিন্দুত্ব কোনও খাটো মানসিকতার ধর্ম নয়, এই ধর্ম সকলকে কাছে টেনে নেওয়ার। এই হিন্দুত্বই হচ্ছে দেশভক্তি। মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সিএএ কোনও ধর্মের মানুষের বিরুদ্ধে নয়। কংগ্রেস দেশের মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে এবং ভ্রান্ত ধারণা দিচ্ছে। সিএএ আইন শুধুমাত্র আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের দেশের নাগরিক বানানোর জন্য, কোনও মুসলিমকে বাইরে পাঠানোর জন্য নয়।’ তাঁর কথায়, ‘এই সরকার দেশের প্রতিটি মানুষকে নিয়ে চিন্তা করে, তাই অনুপ্রবেশকারীদের তাড়ানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।’
এই কথা বলে ফের একবার স্বভাব মতোই কংগ্রেসকে আক্রমণ করেন গাডকরি। মন্তব্য করেন, ‘কংগ্রেস মুসলিমদের জন্য কিচ্ছু করেনি, এখনও তারা ভুল ধারণা ছড়িয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মুসলিম সম্প্রদায়কে বুঝতে হবে। আগে তারা রিক্সা চালাত, এখন বিজেপি সরকার ই-রিক্সা করে দিয়েছে। একমাত্র বিজেপিই পারে মুসলিমদের উন্নতি করতে।’ ভারতীয় মুসলিমরা মসজিদে যান, কেউ বিরোধ করে না। এইভাবেই সকলকে একসঙ্গে থাকতে হবে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।