ফের ভাঙন বিজেপিতে। পুরুলিয়ার হুড়া ব্লকের বেশ কিছু পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রবিবার পুরুলিয়ার কাশীপুরের পরাশিয়া গ্রামের প্রায় ৮০ পরিবার থেকে বহু মানুষ তৃণমূলে যোগ দেন। এই গ্রামের বাসিন্দা সুনীল পালের নেতৃত্বে যারা বিজেপিতে যোগ দেন তাদের হাতে পতাকা তুলে দেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো।
পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, “মানুষ সব সময় উন্নয়নের শরিক হতে চান। মানুষের পাশে থাকতে চান। যারা আজ তৃণমূলে এলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চান। আমরা তাদের সকলকে স্বাগত জানিয়েছি”।
বিজেপি ছেড়ে তৃণমূলে এসে সদস্যরা জানান, “মানুষের উপকার করতে, উন্নয়নের স্বার্থে তৃণমূলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে সারা রাজ্যে উন্নয়নের কাজ করেন। তিনি ছাড়া আর কোনো দলের নেতা নেত্রীরা এভাবে রাজ্যের উন্নয়নের কথা ভাবেন না”।