সংশোধিত নাগরিকত্ব বিল এবং জাতীয় নাগরিকপঞ্জীর বিল এনে মোদী সরকার বেশ অস্বস্তিতে। দেশজুড়ে চলছে প্রতিবাদের আগুন। বিশেষ করে এই আগুনে পুড়ছে উত্তর-পূর্ব ভারত। এই আইনের দ্বারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের দেশ ছাড়ার ফরমান জারি করবে মোদী সরকার। দেশের নাগরিক হয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সবাইকে। ফলে চাপে শরণার্থীরা। এই আইনের প্রতিবাদে সরব বিভিন্ন মহল। আর তার পরোক্ষ হিসেবে ঝাড়খণ্ডের বিধানসভা ভোটেও বিরোধী জোটের কাছে বিজেপি গোহারা হেরেছে। এমন একটি পরিস্থিতিতে কেন্দ্রের নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। এমনকী পরোক্ষে মোদীকে দেশের পক্ষে ক্ষতিকারক বলেও মন্তব্য করেছেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার দিল্লীর রাজঘাটে ধরনায় বসেছিলে কংগ্রেস। এতে যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এ ছাড়া ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কমলনাথ, কপিল সিব্বল, গুলাম নবি আজাদের মতো প্রবীণ নেতারা।
রাজঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাহুল। বলেন, ‘পড়ুয়াদের ওপরে গুলি চালানো অথবা লাঠিচার্জ করা বা সাংবাদিকদের হুমকি দেওয়া আসলে দেশের কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা।’
এর রেশ ধরেই দেশের অর্থনীতিতে খারাপ পরিস্থিতির জন্য কেন্দ্রকে নিশানা করেন রাগা। বলেন, ‘ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদের শত্রুরা চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর শত্রুরা যা করতে পারেনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা করে দেখাচ্ছেন।’