উত্তুরে হাওয়ার জেরে জাকিয়ে বসেছে শীত। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷ গত সপ্তাহে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তবে হঠাৎই তা নেমে দাঁড়াল ১১ ডিগ্রিতে৷ যার ফলে ঠান্ডায় রীতিমত কাবু হচ্ছে শহরবাসী৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের রাতের তাপমাত্রা বাড়বে। বাড়বে কুয়াশাও।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সকালের দিকে কুয়াশা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হয়েছে আকাশ। সূর্যের দেখা পাওয়া যায়নি বললেই চলে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ গোটা দিনের তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা আজ ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে জানিয়েছে আবহাওয়া দফতর। তার ফলে ঠান্ডার সঙ্গে বড়দিন বেশ জমিয়েই উদযাপন করতে দেখা যাবে কলকাতাবাসীকে৷
অবশ্য এখন থেকেই সেই ছবি স্পষ্ট৷ তবে সেরকম কনকনে ঠান্ডা ততদিন অবধি থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এখন রাজ্যের বায়ুমণ্ডলে উত্তরের হাওয়ার পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণও কিছুটা বেড়েছে। ফলে শীত ভাব কমছে এবং কুয়াশা বাড়ছে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ভিক্টোরিয়া হোক বা ইকো পার্ক, নিকো পার্ক বা চিড়িয়াখানা। সব জায়গাতেই এখন উৎসবের আমেজ। তাই শীতকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য বিভিন্ন এলাকায় ভিড় জমাচ্ছে তিলোত্তমার মানুষ৷