সামনেই পুরভোট। সেই নিয়ে তৎপর শাসক থেকে বিরোধীরা। তবে কাজের নিরিখে অনেকটাই এগিয়ে বাংলার শাসক দল। এবার কলকাতার সব জলাভূমি সংরক্ষণের জন্য সব কাউন্সিলরদের এগিয়ে আসার ডাক দিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এদিন ‘টক টু মেয়র’–এ জলাভূমি বাঁচানোর ডাক দেন মেয়র। তিনি জানান, জলাভূমি সংরক্ষণ করতে কাউন্সিলরদেরও এগিয়ে আসতে হবে।
পুরসভার ওয়েব সাইটে শহরে জলাভূমির একটা তালিকা তুলে দেওয়া হয়েছে। পুর অফিসাররাই সেই তালিকা তৈরি করেছেন। এরপরও নিজের নিজের এলাকায় যদি কম বেশি কিছু পুকুর, জলাশয় থেকে যায়, তাহলে পুরসভাকে সেটা জানান। পারলে নিজের এলাকায় জলাভূমির তালিকা করে দিতেও পারেন। তাহলে পুরসভার সংশ্লিষ্ট দপ্তর তালিকার সঙ্গে তা মিলিয়ে কাজ করতে পারবে। সেইসব জলাভূমি সংস্কার করে মাছ চাষের উপযুক্ত করে দেওয়া হবে।
এবিষয়ে মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের বক্তব্য, জলাভূমি বাঁচাতে সংস্কার করে মাছ চাষের আয়োজন করা হয়েছে। এলাকার আগ্রহী যুবক–যুবতী, সংস্থাকে মাছ চাষের সুযোগ দেওয়া হবে। কোনওরকম দরপত্র ছাড়াই মিলবে মাছ চাষের জন্য আবেদন করতে পারে। তবে সেক্ষেত্রে যে ব্যক্তি বা সংস্থা মাছ চাষের জন্য ওই জলাশয়টি নেবেন, তাকেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। সেই জলাশয়টি রক্ষণাবেক্ষণে গাফিলতি দেখলে ওই সংস্থাকেই জবাবদিহি করতে হবে। এভাবেই এলাকাবাসীদের জন্য উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা।