শুধু পরিবেশ বান্ধব নয়, ‘হাইটেক’ মেলার তকমা পেতে চলেছে ২০২০ গঙ্গাসাগর মেলা। দক্ষিণ ২৪ পরগণা জেল প্রশাসন পুর্ণার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আরও কিছু অত্যাধুনিক পরিষেবা দিতে তৎপর হয়েছে। এর পাশপাশি মেলায় থাকবে কিছু অত্যাধুনিক প্রযুক্তি যাতে মেলার সমস্ত খবর জেলা প্রশাসনের নখদর্পণে থাকে। শুক্রবার আলিপুর নব প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জেলাশাসক পি উলগানাথন।
এই গঙ্গা সাগর মেলা উপলক্ষে চালু হচ্ছে ‘গঙ্গাসাগর’ মোবাইল অ্যাপ। তাতে থাকছে প্রযুক্তি নির্ভর পরিষেবা। সেগুলোর মধ্যে থাকছে, সাগর সুরক্ষা,অতিথি পথ, বাহন ট্র্যাকার, সাগর সঞ্চার, ই-দর্শন, ই-নিরীক্ষণ ইত্যাদি।
এছাড়াও সাগর সুরক্ষা নামে তৈরি রিয়েল টাইম মনিটরিং সিস্টেমে থাকবে ক্রাউড অ্যালার্ট, ক্রাউড গ্যাদারিং, ট্রেসপাসিং অ্যালার্ট, স্মোক অ্যালার্ট ইত্যাদি। যেগুলো থেকে প্রশাসন জানতে পারবে কোথায় কেমন ভীড় হচ্ছে, অবৈধ অনুপ্রবেশ হচ্ছে নাকি ইত্যাদি৷ ‘অতিথি পথ’ ব্যবহার করে তীর্থযাত্রীরা জানতে পারবেন গঙ্গাসাগর মেলা সংক্রান্ত সমস্ত তথ্য।
শুধু তাই নয়, এবার তীর্থ হবে বাড়ি বসেই। কারণ, গঙ্গাস্নানের ছবি, পুজোর দৃশ্য, আরতি উপভোগ করা যাবে। পাশাপাশি ডেলিভারি খরচ দিলেই বাড়ি চলে যাবে, পুজোর প্রসাদ ও গঙ্গা জল। সবটাই হবে প্রশাসনের ‘তীর্থ সামগ্রী প্যাকের’ মাধ্যমে।