রাজ্যপালকে ছাড়াই হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বৈঠকে সিদ্ধান্তে নেওয়া হয়েছে, বিশেষ সমাবর্তন অনুষ্ঠান ছাড়া আগামী ২৪ ডিসেম্বর যেরকম সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা, তেমনই হবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সোমবার ফের বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে পড়ুয়াদের। বিক্ষোভের আশঙ্কাতেই স্থগিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠান। শুরু পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে।
আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তম অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের। পড়ুয়াদের দাবি, একাধিকবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল সর্বদা লাইমলাইটে আসার চেষ্টায় রয়েছেন। তিনি এ রাজ্যে আসা থেকে বিজেপি-আরএসএস-র হয়ে কাজ করে যাচ্ছেন, তাই তাঁকে বয়কট করার ভাবনা। তাঁর হাত থেকে কোনওরকম ডিগ্রি বা সম্মান নিতে নারাজ পড়ুয়ারা। এই বিতর্কের মাঝেই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উল্লেখ্য, সমাবর্তন অনুষ্ঠানে বিশিষ্টদের ডিলিট এবং ডিএসসি দেওয়ার অংশ থাকে, তাকেই বিশেষ সমাবর্তন বলা হয়।
সম্প্রতিই রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তোপ দেগে যাদবপুরের পড়ুয়ারা বলে, অন্যান্য গুরুত্বপূর্ণ সব ইস্যু বাদ দিয়ে তিনি শুধুমাত্র রাজ্য সরকারের সঙ্গে বিতর্ক বাঁধান। যাতে অন্য ইস্যুগুলি ঢাকা পড়ে যায়। পড়ুয়াদের ক্ষোভ, রাজ্যপাল একবারও বিশ্ববিদ্যালয়ের প্রগতি বা উন্নতির স্বার্থে কোনও কথা বলেননি। তাদের কথায়, ধনকড় হলেন ‘দাঙ্গার সমর্থক’। তিনি বিশ্ববিদ্যালয়ে এলে কালো পতাকা, কালো ব্যাজ পরে প্রতিবাদ করা হবে এবং এনআরসি, সিএএ, এনপিআর বিরোধী স্লোগানও তোলা হবে।