চোট-আঘাতের সমস্যায় লাগাতার আক্রান্ত ভারতীয় পেসারা। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমারের পরে এ বার চোট পেলেন দীপক চাহার। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এলেন পেসার নবদীপ সাইনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পরে কোমরে ব্যথা অনুভব করে দীপক। বোর্ডের মেডিক্যাল টিম চোট পরীক্ষা করে জানিয়েছে, ওর কিছু দিন বিশ্রাম দরকার। তাই শেষ ম্যাচে খেলবে না দীপক।’’
সিরিজ ১-১ অবস্থায় কটকে রবিবার শেষ ম্যাচ। বৃহস্পতিবারই দু’দল ভুবনেশ্বরে এসে পড়েছে। আগামী তিন দিন দু’দল ভুবনেশ্বর থেকে কটকে গিয়ে অনুশীলন করবে এবং ম্যাচ খেলবে। ক্রিকেটারদের নিরাপত্তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হোটেলের বাইরেও পুলিশ ক্যাম্প বসেছে।
রবিবারের ম্যাচের আগে বোলিংয়ের পাশাপাশি টিম ইন্ডিয়ার কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের বিশ্রী ফিল্ডিং। গত ম্যাচেও বেশ কয়েকটি সহজ ক্যাচ পড়েছে। যা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট বিরাট কোহলি। ভারত অধিনায়ক স্পষ্ট জানান যে, ফিল্ডিংয়ে অবিলম্বে উন্নতি করতে হবে তাঁদের। তাঁর কথায়, ‘ব্যাটিং-বোলিং নিয়ে প্রশ্ন নেই। তবে আরও একবার আমাদের ফিল্ডিং অত্যন্ত হতাশাজনক হয়েছে। ক্যাচ ছাড়ার রোগ না সারাতে পারলে সমস্যা বাড়বে। দল হিসাবে আমরা নিজেদের যে জায়গায় তুলে নিয়ে যেতে পেরেছি, তাতে এভাবে প্রতি ম্যাচে ক্যাচ ছাড়া মানায় না। সেরা দল হিসাবে নিজেদের মেলে ধরতে হলে আরও ভালো ফিল্ডিং করতে হবে। ফিল্ডিংয়ের মান বাড়িয়ে যেতে হবে। ভালো দলের ফিল্ডিংও ভালো হতে হয়। গ্রাউন্ড ফিল্ডিংয়ে আমরা বিশ্বের অন্যতম সেরা। তবে ক্যাচিংয়ে আমাদের উন্নতি করা দরকার।’