সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে গোটা দেশ। বিজেপির এই বিলের প্রতিবাদে দেশ জুড়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। এবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন গরিব মানুষদের মেরে ফেলার এক চক্রান্ত”৷ বৃহস্পতিবার কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে মন্ত্রীদের নিয়ে সাংগঠনিক সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বক্তব্য রাখেন৷
রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও কল্যাণীর সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি শংকর সিংহ-সহ জেলার বিধায়কেরা৷ শুধু তাই নয়, সভা শেষে বিদ্যাসাগর মঞ্চের সামনে থেকে মোদী সরকারের নাগরিকপঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করা হয়। এই মিছিলে পা মেলান, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা৷
রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, “নাগরিকত্ব আইন অসাংবিধানিক, অনৈতিক। এর থেকে বড় গর্হিত কাজ কিছু হয় না। দেশের নাগরিক হিসেবে মানুষদের কাগজপত্র থাকার পরও কেন প্রমাণ দিতে হবে৷ এটা আসলে গরিব মানুষকে মেরে ফেলার চক্রান্ত, এক মরণফাঁদ”।