ফের কেন্দ্রকে নিশানা করে বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার তৃণমূলের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন দলনেত্রী । সাফ জানিয়ে দিলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন বাংলায় কার্যকর হবে না৷ আর কেন্দ্র সরকারের ফন্দি রুখতে বাংলায় জনগণনা করা হবে না৷’ পাশাপাশি ঘোষণা করলেন, ‘সবাই দেশের নাগরিক। কারও দয়ায় এদেশে বাস করি না।’
এদিন প্রতিবাদ মঞ্চ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আধার কার্ড তৈরি করে ব্যাঙ্ক থেকে টাকা চুরি করে নেওয়া হয়েছে৷ আধার কার্ড নাগরিক প্রমাণ নয় বলছে৷ তাহলে কেন আধার কার্ড করানো হল৷ প্যান কার্ড, রেশন কার্ড কেন বৈধতা নয়? যদি তাই হয়ে থাকে, তাহলে কেন আধার কার্ড করিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হল৷’
মমতা স্পষ্ট বলেন, ‘যদি আধার কার্ডে নাগরিক প্রমাণ না হয় তাহলে কি বিজেপির মাদুলি কাজ করবে? বিজেপির মাদুলি এখন ওয়াশিং মেশিন৷ বিজেপিতে গেলেই সবাই শুদ্ধ হয়ে যাচ্ছে৷ বিজেপিতে গেলেই ভালো, আর না গেলেই কালো, বিপদ৷’
এদিন মমতা আরও বলেন, ‘স্বাধীনতার ৭৩ বছর পর আমরা আবার কেন নাগরিকত্ব প্রমাণ দেব? মানুষের মধ্যে ভাগাভাগি করতে দেব না৷ এনআরসি হবে না৷ নাগরিক আইন কার্যকর হবে না৷ বিজেপির নাকি জন্ম ১৯৮০ সালে৷ তাহলে এখন কেন ১৯৫০, ১৯৭১ সালের প্রমাণ চাইছে৷ আমরা বাংলায় এনআরসি ও সিএএ কার্যকর করতে দেব না৷ কেন্দ্রের ফন্দির কারণে আমরা জনগণনা করছি না৷ যাতে নতুন করে কেন্দ্র কোনও চক্রান্ত করতে না পারে৷’
প্রথমে কাঁসর-ঘণ্টা বাজিয়ে একত্রে ‘আমরা সবাই নাগরিক’ স্লোগান তোলার পর তিনি নিজে ব্ল্যাকবোর্ডে ‘নাগরিক সবাই’ লিখে তার নিচে চোখে ছবি এঁকে দেন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘মনে রাখবেন, আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। কারও দয়ায় এদেশের বসবাস করি না। সব মহল থেকে সিএএ-র প্রতিবাদ চলছে, চলবে। এটা বাতিল করতেই হবে। স্বাধীনতার ৭৩ বছর পর সবাইকে প্রমাণ করতে হবে যে সে নাগরিক?’