একমাসের ‘মহানাটক’ শেষ হওয়ার পর সরকার গঠন হয়েছে মারাঠাভূমে। শিব সেনা-এনসিপি-কংগ্রেসের মহাজোট মহারাষ্ট্রের মসনদে বসেছে। সেই থেকে শুরু জোট সরকার ও বিজেপির প্রকাশ্যে দ্বন্দ্ব দিনদিন বেড়েই চলেছে। কিছুদিন আগে দুই দলের বিধায়করা অধিবেশন চলাকালীনই স্পিকারের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অন্যদিকে নাগরিকত্ব বিল লোকসভায় সমর্থন করলেও রাজ্য সভায় সমর্থন করেনি শিব সেনা। এইবার এই নাগরিকত্ব আইন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দিকে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মোদী সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘ভিন দেশের যে সমস্ত ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে সরকার। তাঁদের থাকার জন্য কোথায় জায়গা দেওয়া হবে?’
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেগে আগুন হয়েছে শিবসেনা। মনে হয়না আপনাদের(কেন্দ্র) কাছে এই সংক্রান্ত কোনও যোজনা রয়েছে। সরকারের এই আইন নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে দাবি করে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে মোদীকে উদ্দেশ্য করে উদ্ধব ঠাকরে প্রশ্ন ছোড়েন, ‘আমি জানতে চাই অন্য দেশ থেকে আসা নাগরিকদের ভারতে কোথায় ও কীভাবে থাকতে দিচ্ছে সরকার? আমার মনে হয়না আপনাদের কাছে এই সংক্রান্ত কোনও যোজনা রয়েছে।’ উল্লেখ্য, শিবসেনা প্রশ্ন তুলল কোথায় রাখা হবে উদ্বাস্তুদের?