বাজেটের প্রস্তুতি পর্বে রাজ্যের অর্থমন্ত্রীদের মত জানতে বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই প্রাক বাজেট আলোচনায় গিয়েই সর্বসমক্ষে সামাজিক পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকারের বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন তুললেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের জিএসটি সংক্রান্ত বকেয়া ক্ষতিপূরণ নিয়েও কটাক্ষ করলেন কেন্দ্রকে৷
প্রসঙ্গত, বুধবার নয়াদিল্লীতে জিএসটি পরিষদের বৈঠকে এবং তার আগে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক বাজেট পর্যালোচনায় বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সেখানেই রাজ্যের বকেয়া ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তোলেন অমিত মিত্র। বাংলায় বুলবুলে যে ক্ষতি হয়েছে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও কোনও অর্থ সাহায্য দেওয়া হয়নি বলেই অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘বুলবুলের ফলে বাংলায় যে ৭৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, আজও তা দেয়নি কেন্দ্র। আমরা জোরালো ভাবে বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেছি।’ এরপরে সামাজিক পরিকাঠামোর ওপর কেন্দ্রীয় সরকারের ব্যয়বরাদ্দ কমানো নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সামাজিক পরিকাঠামোয় সমস্ত ব্যয় কমিয়ে দিচ্ছে সরকার। কেন করা হচ্ছে এরকম? স্পেশাল ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ডে ২৫০০ কোটি টাকা পড়ে রয়েছে, যা আমাদের প্রাপ্য।’