জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে আজ দিল্লীর সীলামপুর এলাকায় চলছিল প্রতিবাদ। ফের পুলিশি হামলার অভিযোগ সেখানে। লাঠির মুখে পড়ে আহত হয়েছেন বহু আন্দোলনকারীরা। শুধু লাঠি চলেনি, ফাটানো হয়েছে কাঁদানে গ্যাস৷ এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লীর সীলামপুর এলাকা।
রবিবার থেকেই প্রতিবাদ-বিক্ষোভ চলছিল সীলামপুর এলাকায়। পুলিশ সূত্রের খবর, সপ্তাহের দ্বিতীয়দিনে ব্যস্ত সময়ে বড় জমায়েত করছিলেন আন্দোলনকারীরা। তার প্রভাব পড়েছিল মেট্রো পরিষেবায়। সেই কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে জমায়েত ছত্রভঙ্গ করতে আসে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “সকাল থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। পুলিশ আসামাত্র নির্বিচারে আক্রমণ শুরু করে আন্দোলনকারীদের উপরে”। রবিবার জামিয়া মিলিয়ার ঘটনার পর থেকেই দিল্লীর নানা জায়গায় দানা বাঁধছিল প্রতিবাদ। শুধু দিল্লী নয়, গোটা দেশ জামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মোদী সরকারের তীব্র নিন্দে করেছে।