বর্তমানে আইএসএলের লিগ টেবিলের শীর্ষ স্থানে রয়েছে হাবাসের এটিকে। তিন নম্বরে রয়েছে এফসি গোয়া। একদিকে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট রয় কৃষ্ণদের। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট ফেরান কোরোমিনাসদের। কিন্তু এটিকে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস পয়েন্ট টেবিলের অবস্থানকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। দু’পয়েন্টে পিছিয়ে থাকা গোয়াকে একেবারেই হাল্কা ভাবে নিতে রাজি নন স্প্যানিশ কোচ।
বৃহস্পতিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক বৈঠকে হাবাস বললেন, ‘এ বারের আইএসএলে গোয়া দারুণ শক্তিশালী দল। গত মরসুমে ফাইনালে খেলেছিল। তার উপরে শনিবার ওরা নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই ওদের অ্যাডভান্টেজ থাকবে। ম্যাচটা একেবারেই সহজ হবে না। তবে নর্থইস্টের বিরুদ্ধে আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে আমার ছেলেরা। এই ছন্দটাই ধরে রাখতে হবে।’
শুক্রবার সকালের উড়ানে গোয়া রওনা হচ্ছে এটিকে। এ দিন বিকেলে যুবভারতী সংলগ্ন মাঠে প্রস্তুতি সারলেন ডেভিড উইলিয়ামসরা। চোট থাকায় অনুশীলন করেননি প্রণয় হালদার, আনাস এডাথোডিকা ও কার্ল ম্যাক হিউ। উদ্বিগ্ন এটিকে কোচ বললেন, ‘কার্লের মাঠে ফিরতে জানুয়ারি বা ফেব্রুয়ারি হয়ে যাবে হয়তো। তবে প্রণয় ক্রমশ সুস্থ হচ্ছে।’ তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে গোয়াকে গোয়ার মাঠেই হারাতে বদ্ধপরিকর হাবাস।