মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জেলায় জেলায় গিয়ে বৈঠক করবেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জেলাস্তরের অফিসারদের কলকাতা ডেকে নয়, জেলায় গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতিদের সঙ্গে আলোচনা করবেন মন্ত্রী। বাংলায় কী করে আরও উন্নয়ন করা যায় সেদিকে নজর দেবে। ১০০ দিনের কাজ, বাংলার আবাস যোজনা, বাংলা গ্রাম সড়ক যোজনা, মিশন নির্মল বাংলা, আনন্দধারার কাজ দ্রুতগতিতে করতে হবে। মানুষ যেন এই প্রকল্পের সুফল পায়, তা দেখতে হবে।
সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আমরা অফিসার বা জনপ্রতিনিধিদের কলকাতায় আনতে চাইছি না। আমি নিজে জেলায় যাব। সকলের সঙ্গে কথা বলব। কাজের গতি আরও বাড়াতে হবে। বিভিন্ন প্রকল্পের সুফল যাতে মানুষ পায়, তার জন্য বলব। এছাড়া জেলায় জেলায় গিয়ে অফিসার, পঞ্চায়েতের সঙ্গে কথা বলে বুঝব, সমস্যা কোথায়। জলের ব্যবহার, বাংলার আবাস যোজনা সহ যে সব প্রকল্প চলছে, তা নিয়েও আলোচনা হবে”।
পঞ্চায়েত দফতরের সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গই ছিল প্রথম স্থানে। কাজে গতি আনতে জেলা সফরে বেরচ্ছেন সুব্রতবাবু। তিনি ইতিমধ্যে ১ থেকে ৩ ডিসেম্বর কালিম্পং ও জলপাইগুড়িতে গিয়ে দফতরের জেলাস্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম ভি রাও সহ অফিসাররা।