বীরভূমে সম্প্রতি বদলে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দেওয়ালের রঙ। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অফিস বা ব্যাঙ্কের দেওয়ালে গেরুয়া ও সাদা রঙ করা শুরু হয়েছে। শুধু তাই নয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার মাইলফলক ও সেতু বা কালভার্টের দেওয়ালগুলিতেও সাদা ও গেরুয়া রঙ করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে, শুরু হয়েছে নানা সমালোচনা। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‘রঙ নিয়ে রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি সরকার। মানুষের কাছে এই রাজনীতি ধরা পড়ে যাবে। মানুষই তার যোগ্য জবাব দেবে’।
সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধান শাখার ভবনের রঙ কয়েকমাস আগেও ছিল নীল–সাদা। কিন্তু তিনতলা ভবনটির রঙ সম্প্রতি বদলে গেরুয়া–সাদা হয়ে গেছে। ব্যাঙ্কের চিফ ব্রাঞ্চ ম্যানেজারের অনুপস্থিতিতে ডেপুটি ব্র্যাঞ্চ ম্যানেজার পঞ্চানন ঘোষ বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না”৷
শুধু তাই নয় সম্প্রতি প্রধানমন্ত্রী সড়ক যোজনার বেশ কিছু রাস্তার মাইলফলক, সেতু ও কালভার্টের গার্ডওয়ালেও গেরুয়া–সাদা রঙ করা হয়েছে। এই রং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বীরভূম জেলায় সড়ক যোজনা প্রকল্পের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সব্যসাচী ওঝা ব্যাপারটাকে সামলাতে গিয়ে বলেন, “প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাগুলিতে মাইলফলকের ওপরের সামান্য অংশ মেজেন্টা এবং বাকি অংশ সাদা রঙ করার নির্দেশিকা প্রথম থেকেই আছে। কিন্তু কোনও কোনও জায়গায় রঙ মিস্ত্রিরা হয়তো ভুল করে কালভার্টের গার্ডওয়ালেও মেজেন্টা–সাদা রঙ করে ফেলেছেন”। এই ঘটনায় বাংলার রাজনৈতিক পরিসরে নানা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ বিজেপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে না, তা বার বার প্রমাণ করেছে।