সোমবার লোকসভায় প্রায় ৭ ঘণ্টার হই-হট্টগোলের পর মধ্যরাতে পাশ হয় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)। ভোটাভুটিত্র বিলের পক্ষে ভোট পড়ে ৩১১ টি এবং বিলের বিপক্ষে ভোট দেন ৮০ জন সাংসদ। তারপর আজ, বুধবার রাজ্যসভায় সেই বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে এখন বিতর্ক চলছে সেখানে। তবে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়াত্রেসের মুখপাত্র ফারহান হককে প্রশ্ন করা হয়েছিল, ভারতে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে আপনাদের কিছু বলার আছে কি? জবাবে তিনি বলেন, আমরা চাই, ভারতে যে আইন সংশোধন হতে চলেছে, তাতে যেন কারও প্রতি বৈষম্য না করা হয়।
তাঁর কথায়, ‘আমি যতদূর জানি, বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কোনও দেশের আইনি প্রক্রিয়া নিয়ে আমরা মন্তব্য করতে পারি না।’ এর পরে তাঁর সংযোজন, ‘আমরা নিশ্চিত হতে চাই, ভারতে যে বিলটি পাশ হচ্ছে, তাতে যেন কারও প্রতি বৈষম্য না করা হয়।’ উল্লেখ্য, প্রস্তাবিত নাগরিকত্ব বিলে বলা হয়েছে, মুসলিম বাদে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ধর্মীয় নিপীড়নের ভয়ে পালিয়ে আসেন, তবে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবধি যাঁরা এদেশে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এ কারণেই বৈষম্যের ইঙ্গিত পাচ্ছেন ফারহান হক।