একদা জোট সঙ্গী, এখন তাঁদের গলায় বিরোধিতার সুর। মহারাষ্ট্র ইস্যু নিয়ে দূরত্ব বেড়েছে বিজেপি ও শিবসেনার মধ্যে। তাই বিজেপির আনা কোনো বিলে শিবসেনার থেকে সমর্থন আসবে না, এমনই ধারণা ছিল। তবে ক্যাব ইস্যুতে লোকসভাতে শিবসেনার তরফে সমর্থন জানানো হলেও, রাজ্যসভাতে উল্টো সুর গাইল শিবসেনা। বুধবার ক্যাব নিয়ে বিতর্ক সভায় অন্যদের সঙ্গে অংশ নিয়েছিলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। নিজের বক্তব্যে বিজেপির উগ্র জাতীয়তাবাদ ও হিন্দুত্বের গোড়ামি নিয়ে অতীতের সঙ্গীকে কার্যত তুলোধনা করেন রাউত।
বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিতর্কে অংশ নিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘কাল থেকে দেখছি ও শুনছি এমনটা বলা হচ্ছে, যে এই বিল সমর্থন করবে না সে দেশদ্রোহী এবং যে সমর্থন করবে সে দেশভক্ত। আমি এটাও শুনেছি, যে এই বিলকে সমর্থন করছে না সে পাকিস্তানের ভাষায় কথা বলছে। এটা তো পাকিস্তানের সংসদ নয়। এখানে হোক বা ওখানে ভোট তো মানুষ দিয়েছে। যদি পাকিস্তানের ভাষা আমাদের পছন্দ না হয় তবে এত মজবুত সরকার পাকিস্তানকে শেষ কর। আমাদের দেশের মজবুত স্বরাষ্ট্রমন্ত্রী ও মজবুত নরেন্দ্র মোদী।’
এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘এই বিলের বিরোধ হচ্ছে দেশজুড়ে। অসম, ত্রিপুরা, মিজোরাম অগ্নিগর্ভ। কেউ এই বিলের পক্ষে তো কেউ বিপক্ষে। যারা বিপক্ষে তারাও তো এই দেশেরই মানুষ। তাঁরা নিশ্চয়ই দেশদ্রোহী নয়।’ এরপরই আক্রমণের সুর চড়িয়ে মোদী-শাহকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘দেশভক্তির প্রমাণপত্র কারও থেকে নেওয়ার প্রয়োজন নেই আমাদের। আমরা কতটা কট্টর হিন্দু সেটারও প্রমাণপত্র আমাদের চাই না। যে স্কুলের আপনি পড়ুয়া সেই স্কুলের হেড মাস্টার আমরা। আমাদের স্কুলের হেডমাস্টার বালাসাহেব ঠাকরে। আমার মনে হয় এই বিলের কোনও ভিত্তি নেই।’ শিবসেনার এহেন অবস্থান বদলে রাজ্যসভায় অস্বস্তি বাড়ে মোদী সরকারের।